শীতের দিনে কষ্ট করে ওযুর ফজিলত জেনে নিন । অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করার ফযীলত

কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযূ করার ফযীলত
Odu কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযূ করার ফযীলত ibsbangla.xyz
কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযূ করার ফযীলত
আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা ভালভাবে ওযূ করে না। আর ঠান্ডার দিন আসলে তো কোন কথাই নাই । শীতের সময় ওযূর ভয়ে অনেকে নামায পড়তে চায় না । তাই আজকে আমাদের আলোচনার বিষয় অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করার ফযীলতঃ
তো চলুন এ বিষয়ে নবীজীর একটি সহীহ হাদিস জেনে নেই।

আবূ হুরাইরাহ্(রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি কি তোমাদের এমন কাজ জানাবো না, যা করলে আল্লাহ (বান্দার) পাপরাশি দূর করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? লোকেরা বলল, হে আল্লাহর রসূল! আপনি বলুন। তিনি বললেনঃ অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করা, মাসজিদে আসার জন্যে বেশি পদচারণা করা এবং এক সালাতের পর আর এক সালাতের জন্যে প্রতীক্ষা করা; আর এ কাজগুলোই হল সীমান্ত প্রহরা।
(সহীহ মুসলিমঃ-৪৭৫; ই.ফা. ৪৭৮; ই.সে. ৪৯৪)
হাদিসটি থেকে আমরা সহজে অনুধাবন করলাম যে অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করার ফযীলত কত বড়। মহান আল্লাহ আমাদের সবাই বোঝার ও মানার তৌফিক দান করুন (আমিন)

আমাদের আরো পোষ্ট পড়ুনঃ 

Comments

Popular posts from this blog

সূরা আল কাউসার এর ফজিলত , শানে নুযুল , নামকরণ ও তাফসীর এবং শিক্ষা জেনে নিন

সূরা ইখলাসের নামকরণ, শানে নুযুল ও তাফসীর জেনে নিন | একজন সত্যিকার মা‘বূদের চারটি বৈশিষ্ট্য

সূরা আল মাউন এর নামকরণ ও তাফসীর এবং শিক্ষণীয় বিষয় জেনে নিন