শীতের দিনে কষ্ট করে ওযুর ফজিলত জেনে নিন । অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করার ফযীলত
কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযূ করার ফযীলত
![]() |
কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযূ করার ফযীলত |
তো চলুন এ বিষয়ে নবীজীর একটি সহীহ হাদিস জেনে নেই।
আবূ হুরাইরাহ্(রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ্(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি কি তোমাদের এমন কাজ জানাবো না, যা করলে আল্লাহ (বান্দার) পাপরাশি দূর করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? লোকেরা বলল, হে আল্লাহর রসূল! আপনি বলুন। তিনি বললেনঃ অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করা, মাসজিদে আসার জন্যে বেশি পদচারণা করা এবং এক সালাতের পর আর এক সালাতের জন্যে প্রতীক্ষা করা; আর এ কাজগুলোই হল সীমান্ত প্রহরা।
(সহীহ মুসলিমঃ-৪৭৫; ই.ফা. ৪৭৮; ই.সে. ৪৯৪)
হাদিসটি থেকে আমরা সহজে অনুধাবন করলাম যে অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করার ফযীলত কত বড়। মহান আল্লাহ আমাদের সবাই বোঝার ও মানার তৌফিক দান করুন (আমিন)
আমাদের আরো পোষ্ট পড়ুনঃ
- জুমু‘আর দিনে প্রত্যেক বয়ঃপ্রাপ্ত পুরুষের ওপর গোসল করার প্রতি বিশেষ গুরুত্বারোপ
- সুলাইমান (আঃ) এর বাহিনী ও পিপীলিকার ঘটনা
- সুলাইমান (আঃ) এর জীবনে উল্লেখযোগ্য ৪টি ঘটনাবলী | ন্যায় বিচারের ঘটনা | পিপীলিকার ঘটনা | হুদহুদ পাখির ঘটনা | রাণী বিলকীসের ঘটনা
- রাসূল (সাঃ) জুম্মার নামাযে কোন রাকাতে কোন সূরা পড়তেন । জেনে নিন হাদিসের আলোকে
- মহান আল্লাহ তায়ালার শক্তি ও ক্ষমতা । আল্লাহ চাইলে সবই করতে পারেন।
- আল্লাহ বহু সংখ্যক জ্বীন আর মানুষকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছেন । আল্লাহ যাকে হিদায়াত করেন সেই হিদায়াত লাভ করে, আর যাকে পথভ্রষ্ট করেন তারাই হয় ক্ষতিগ্রস্ত।
Comments
Post a Comment