বহু জ্বীন ও মানুষ এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। সূরা আরাফঃ ১৭৯

সুরা আরাফের ১৭৯ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা বলেন,


আর এটি একটি অকাট্য কথা যে, বহু জ্বীন ও মানুষ এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না।  তাদের চোখ আছে কিন্তু তা দিয় তারা দেখে না। তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা পশুর মত বরং তাদের চাইতে অধম। তারা চরম গাফলাতির মধ্যে হারিয়ে গেছে। 
(সূরা আরাফঃ-১৭৯)

ব্যাখ্যাঃ

এখানে আল্লাহ তায়ালা বোঝাতে চেয়েছেন  যে আমি মানুষকে হাত পা,চোখ,কান,হৃদয় দিয়েছি কিন্তু বেকুফরা এগুলোর যথাযথ ব্যাবহার করেনি এবং নিজেদের অসৎ কাজের বদৌলতে শেষ পর্যন্ত তারা জাহান্নামের ইন্ধনে পরিণত হয়েছে। এখানে জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামী নিজেই দায়ী। কেননা সে আল্লাহর দেয়া চোখ কান হৃদয় তার বিরুদ্ধে (খারাপ কাজে) ব্যাবহার করেছে।

আমাদের আরো পোষ্ট পড়ুনঃ 

    Comments

    Popular posts from this blog

    সূরা আল কাউসার এর ফজিলত , শানে নুযুল , নামকরণ ও তাফসীর এবং শিক্ষা জেনে নিন

    সূরা ইখলাসের নামকরণ, শানে নুযুল ও তাফসীর জেনে নিন | একজন সত্যিকার মা‘বূদের চারটি বৈশিষ্ট্য

    সূরা আল মাউন এর নামকরণ ও তাফসীর এবং শিক্ষণীয় বিষয় জেনে নিন